thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

গাজীপুরে পানিতে ডুবে ৩ কিশোরীর মৃত্যু, নিখোঁজ ১

২০২১ সেপ্টেম্বর ১৩ ১৮:১৪:২৪
গাজীপুরে পানিতে ডুবে ৩ কিশোরীর মৃত্যু, নিখোঁজ ১

দ্য রিপোর্ট প্রতিবেদক: গাজীপুরে লবন্দহ খালে গোসলে নেমে ৩ কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১ শিশু নিখোঁজ রয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার পাইনশাইল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিচি আক্তার (১৫), একই গ্রামের মনজুর হোসেনের মেয়ে মায়া আক্তার (১৪), একই গ্রামের হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪)। এছাড়া পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিয়া আক্তার (১০) নিখোঁজ রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে চার মেয়ে লবন্দহ খালে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা চারজনই পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা খোঁজাখুঁজি করে একজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আরও দুই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। তবে এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ডুবুরিদল কাজ করছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক মিয়া জানান, বিকেল ৪টা পর্যন্ত তিন কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও এক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর