thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মোটরসাইকেলে পাল্লা দিতে গিয়ে বাসচাপায় তিন বন্ধুর মৃত্যু

২০২১ সেপ্টেম্বর ১৭ ২৩:১০:৪৫
মোটরসাইকেলে পাল্লা দিতে গিয়ে বাসচাপায় তিন বন্ধুর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: বরিশালে বাসের চাকায় পিষ্ট হয়ে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হলেও অপরজনকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের ছেলে সিয়াম, জয়দেব দাসের ছেলে চয়ন দাস ও রাব্বী নামের একজন।

বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নিহতদের বন্ধু রাকিব ও তপু জানান, আমরা ৬টি মোটরসাইকেলে ১৮ জন বরিশালে ঘুরতে আসি। ব্রিজে ওঠার সময়ে পিছন দিক থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বিকে বহনকারী মোটরসাইকেলটি চাপা দেয়।

অপরদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি বেপরোয়াগতিতে বাসটিকে ওভারটেক করছিল। ঠিক তখন বিপরীত দিক থেকে আরো একটি বাস এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে থাকা বাসের চাকার নিচে পড়ে।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পরে রূপাতলী বাস মালিক সমিতির রাতুল-রোহান নামে পরিবহনটি আটক করা হয়েছে। আহত ৩ জনকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাব্বির মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর