thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শাহজালালে জ্যাকেটের হাতা থেকে ২৫ সোনার বারসহ যাত্রী আটক

২০২১ সেপ্টেম্বর ২৩ ১২:০২:৩০
শাহজালালে জ্যাকেটের হাতা থেকে ২৫ সোনার বারসহ যাত্রী আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫টি সোনার বারসহ মোহাম্মদ রিপন নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা। তার বাড়ি কুমিল্লা জেলায়।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৪ ফ্লাইটে সৌদি থেকে ঢাকায় আসেন ওই যাত্রী। এসময় তার হাতে থাকা হুডি জ্যাকেটের হাতা থেকে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের ২৫টি বার উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমসের এক কর্মকর্তা জানান, পাসপোর্ট অনুসারে আটক যাত্রীর নাম মোহাম্মদ রিপন। তার বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর