thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

৯ ঘণ্টার ব্যবধানে এক পরিবারের ৩ জনের মৃত্যু

২০২১ সেপ্টেম্বর ২৯ ০৯:০২:৩৪
৯ ঘণ্টার ব্যবধানে এক পরিবারের ৩ জনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নে মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে বাবা-মেয়েসহ একই পরিবারের ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ওই ইউনিয়নের শ্রীকুটা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, শ্রীকুটা গ্রামের সাজিদুর রহমান ওরফে আরজু মিয়া (৮৫), তার মেয়ে সুরাইয়া আক্তার (৪৫) ও নাতনি সৈয়দা উলফাত (১২)।

জানা গেছে, অসুস্থ অবস্থায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আরজু মিয়া। পরে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় সেখানে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদে পরিবারের লোকদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।

এক পর্যায়ে সকাল ৭টায় উপজেলা সদরের উত্তর বাজারে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তার মেয়ে সুরাইয়া আক্তার। অন্যদিকে মায়ের মৃত্যুর খবর শুনে বিকেল ৩টার দিকে মারা যায় সুরাইয়া আক্তারের মেয়ে সৈয়দা উলফাত। পরে বাদ মাগরিব স্থানীয় শ্রীকুটা হাফিজিয়া মাদরাসা ও মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উবাহাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. রজব আলী বলেন, এই ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। তবে বিষয়টি খুবই মর্মান্তিক।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ এই তথ্য নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর