thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা

২০২১ সেপ্টেম্বর ৩০ ০৭:২৮:৪৮
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক: রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তবে কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার রাত সাড়ে আটটার দিকে কক্সবাজারের উখিয়ায় লাম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্পে মুহিবুল্লাহর ওপর এই হামলা হয় বলে ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন জানিয়েছেন।

কামরান হোসেন প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ মুহিবুল্লাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মুহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর