thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

মমতার আসনে ভোটগ্রহণ শেষ, ফল ৩ অক্টোবর

২০২১ সেপ্টেম্বর ৩০ ২০:০২:৪৮
মমতার আসনে ভোটগ্রহণ শেষ, ফল ৩ অক্টোবর

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানীপুরসহ আরও দুটি আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। এ উপনির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ হবে। এ কারণে সবার দৃষ্টি থাকছে নির্বাচনের ফলাফলের দিকে।

আনন্দবাজার অনলাইন জানায়, নির্বাচনে ভবানীপুরে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৩ দশমিক ৩২ শতাংশ। আগামী ৩ অক্টোবর এ ভোটের ফল ঘোষণা করা হবে। ভবানীপুর ছাড়াও এদিন জঙ্গিপুর ও শমসেরগঞ্জে ভোটগ্রহণ হয়েছে। তবে ওই দুই আসনের তুলনায় ভবানীপুরে বুথগুলোতে ভোটার উপস্থিতি ছিল আশঙ্কাজনকভাবে কম।

এদিন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিট নাগাদ মিত্র ইনস্টিটিউশনে যান মমতা। সেখানে ভোট দিয়ে তিন মিনিটের মধ্যে বেরিয়ে যান তিনি। ভোট দিয়েছেন তার ভাইপো তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

পরিবারের সব সদস্যকে নিয়ে বৃহস্পতিবার বেলা ২টার পর ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। চেতলা গার্লস স্কুলে ভোট দিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও ভবানীপুর আসনে লড়ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে হলে তাকে অবশ্যই আসনটিতে জয়ী হতে হবে- এ ধরনের একটি সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এ প্রেক্ষাপটে আসনটির দিকেই দৃষ্টি এখন সবার।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর