thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ভোলায় ধরা পড়ল 'রাজা ইলিশ'

২০২১ অক্টোবর ০৩ ০৭:১৫:৫১
ভোলায় ধরা পড়ল 'রাজা ইলিশ'

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে জালে ধরা পড়েছে প্রায় দুই কেজি ওজনের বড় এক ইলিশ যাকে স্থানীয়রা নাম দিয়েছেন ‘রাজা ইলিশ’। মাছটি ঘাটে তুলতেই একনজর দেখতে ভিড় জমাচ্ছেন ক্রেতা ও বিক্রতারা।

জানা গেছে, শনিবার দুপুরে ভোলার তজুমদ্দিন মেঘনা নদীর শশীগঞ্জ স্লুইসগেট এলাকায় জেলে আলমগীর মাঝির জালে ছোট ও মাঝারি আকারের পাঁচটি ইলিশের সাথে ধরা পড়ে এই বড় রাজা ইলিশ মাছটি। বিকেলে তজুমদ্দিন উপজেলার শশিগঞ্জ গ্রামের মাছঘাটে মাছটি নিলামে তোলা হলে মাছ ব্যবসায়ী কুট্টি বেপারী সর্বোচ্চ দামে পাঁচ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। এ ছাড়া বাকি পাঁচটি মাছ তিন হাজার টাকায় কেনেন তিনি।

মাছ ব্যবসায়ী কুট্টি ব্যাপারী বলেন, ‘অভিযান শুরুর আগে এখন নদীতে মোটামুটি মাছ ধরা পড়ছে। মৌসুমের শুরুর দিকে নদীতে বড় মাছের দেখা মেলেনি। এখন সপ্তাখানেক হলো নদীতে বড় ইলিশের দেখা মিলেছে। এই কয়েক দিনের মধ্যে এটাই ঘাটের সবচেয়ে বড় ইলিশ।’ তিনি আরো বলেন, ঢাকায় অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে মাছটিকে মোকামে পাঠানো হয়েছে।

বড় মাছ কিনতে আসা তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদি বলেন, এখন ঘাটে প্রাই বড় ইলিশের দেখা মিলছে। এ ঘাটে এ বছর এটাই বড় রাজা ইলিশ। গত মাসে সদর উপজেলার তুলাতুলি ঘাটে চার হাজার ৩০০ টাকায় এক ইলিশ বিক্রি হয়েছে। এর আগের বছর মনপুরা উপজেলায় একটি সাড়ে তিন কেজি ওজনের রাজা ইলিশ ধরা পড়েছিল, যা প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন স্থানীয় এক মাছ ব্যবসায়ী।

তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন মিয়া জানান, এখন ইলিশের ভরা মৌসুম চলছে। সাগরের নোনাপানি থেকে ডিম ছাড়ার উদ্দেশ্যে নদীর মিঠা পানিতে বড় ইলিশ ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে। এখন প্রায়ই নদীতে বড় ইলিশ ধরা পড়ছে। এটি আমাদের সাগরের ৬৫ দিনের অভিযান সফল হওয়ার একটা লক্ষণ। আশা করি আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিনের মা ইলিশ রক্ষার অভিযানও সফল হবে এবং জালে আরো বড় ইলিশের দেখা মিলবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর