thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠিত হবে: প্রধানমন্ত্রী

২০২১ অক্টোবর ০৪ ১৮:৩১:৫৫
সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠিত হবে: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন করা হবে। রাষ্ট্রপতির মাধ্যমে এই বিষয়ে উদ্যাগ গ্রহণ করা হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় গণভবন থেকে নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। গণভবনে প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ও দলের নেতারা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুকে নিয়ে গাসিক মেয়র জাহাঙ্গীরের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, উনাকে এই বক্তব্যের প্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি তো আমাকে অতীতেও মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর