thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

১ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

২০২১ অক্টোবর ০৪ ১৮:৩৮:৫৯
১ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক: সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে অভিযান পরিচালনা করে ১ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সোমবার (০৪ অক্টোবর) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ এম তারেক আহমেদ এর নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা বাংলাদেশ জলসীমানায় প্রবেশ করতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা উক্ত নৌকাটিকে ধাওয়া করলে নৌকা থেকে হলুদ রংয়ের দুইটি প্লাস্টিকের বস্তা সাগরে ফেলে দিয়ে নৌকাটি দ্রুত মায়ানমার জল সীমানায় প্রবেশ করে।

পরবর্তীতে বস্তা দুটি উদ্ধার করে পরিত্যক্ত অবস্থায় ১,৭৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্সনীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর