thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

২০২১ অক্টোবর ০৬ ০৯:৪৮:৩৭
কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার (০৬ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজি বাটপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম। নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার বিষুপুরের জামিল (৩২) ও বাটপাড়ার মোজাম্মেল (৩৩)।

উপ-পরিদর্শক খোরশেদ আলম জানান, রাস্তায় পাশে দাঁড়িয়ে ছিল ব্যাটারিচালিত অটোরিকশা। এ সময় কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারায়। ধারণা করা হচ্ছে, চালক ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজন কাভার্ডভ্যানের নিচে আটকে আছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর