thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল 25, ১২ বৈশাখ ১৪৩২,  ২৬ শাওয়াল 1446

চট্টগ্রামে ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

২০২১ অক্টোবর ০৬ ১৪:১৮:০৩
চট্টগ্রামে ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামে গ্রাহকের অর্থ আত্মসাৎ নিয়ে আলোচনায় থাকা ই- কমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ (বুধবার, ৬ অক্টোবর) শুনানি শেষে মামলাটি তদন্তের জন্য আদালত পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে গত রবিবার প্রতারণার মাধ্যমে গ্রাহকের ৯ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

২৭ জন ভুক্তভোগীর পক্ষে গ্রাহক মো. নাসিম প্রধান বাদী হয়ে মামলাটি করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানা পুলিশকে মামলা তদন্তের নির্দেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন-সোনিয়ার স্বামী মাসুকুর রহমান, ভাই বনানী থানার পরিদর্শক শেখ সোহেল রানা, খালু জায়েদুল ফিরোজ, প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার আমান উল্যাহ চৌধুরী, নাজনীন নাহার বিথী ওরফে বিথী আক্তার ও নাজমুল হাসান রাসেল।



(দ্য রিপোর্ট/আরজেড/০৬ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর