thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিসিবি নির্বাচনে বড় ব্যবধানে হেরে গেলন পাইলট

২০২১ অক্টোবর ০৬ ১৯:২২:৩১
বিসিবি নির্বাচনে বড় ব্যবধানে হেরে গেলন পাইলট

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরাজিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ৭-২ ভোটে জয় পেয়েছেন প্রতিদ্বন্দ্বী সাইফুল আলম স্বপন চৌধুরী।

বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে রাজশাহী বিভাগে একটি পদের জন্য লড়াই করেন সাবেক এই উইকেটকিপার। ৯ ভোটারের কাছ থেকে মাত্র ২ ভোট পেয়েছেন তিনি।

তার প্রতিপক্ষ রাজশাহীর পাবনা জেলার সাইফুল আলম চৌধুরী স্বপন গত মেয়াদে বিসিবির পরিচালক ছিলেন। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে তার কাছে হেরে গেছেন পাইলট।

জেলা ও বিভাগ ক্যাটাগরিতে রাজশাহী ও ঢাকাতে কেবল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কারণ নির্বাচনের আগেই এই ক্যাটাগরিতে সাত পরিচালক নির্বাচিত হন।

নির্বাচিতরা হচ্ছেন- আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ), আলমগীর খান আলো (বরিশাল বিভাগ), তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ) ও নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ)।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর