thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১,  ৪ রবিউস সানি 1446

৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে ছেদ, ফাইনালে স্পেন

২০২১ অক্টোবর ০৭ ১০:২৫:৪১
৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে ছেদ, ফাইনালে স্পেন

দ্য ‍রিপোর্ট ডেস্ক: ইতালি জাতীয় ফুটবল দল বিভিন্ন প্রতিযোগিতায় ও আন্তর্জাতিক ম্যাচে স্বপ্নের মতো একটি সময় কাটাচ্ছিল। রেকর্ড ৩৭ ম্যাচ অপরাজিত ছিল ইউরো চ্যাম্পিয়নরা। তবে অবশেষে তাদের অপরাজিত থাকার রেকর্ডে পড়লো ছেদ। উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে বুধবার রাতে তাদের ২-১ গোলে হারায় স্পেন।

অবশ্য ম্যাচের ৪২ মিনিটে দশজনের দলে পরিণত না হলে হয়তো অপরাজিত থাকার রেকর্ড যাত্রা আরো দীর্ঘায়িত হতে পারতো আজ্জুরিদের।

সেমিফাইনালে ঘরের মাঠ সান সিরোতে স্পেনের বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটেই পিছিয়ে পড়ে ইতালি। এ সময় মাইকেল ওয়ারজাবালের ক্রস থেকে ফেরান তোরেস গোল করে এগিয়ে নেন সফরকারী স্পেনকে।

গোলশোধে মরিয়া হয়ে খেলা ইতালি ৪২ মিনিটে দশজনের দলে পরিণত হয়। এ সময় সার্জিও বুসকেটসকে ফাউল করে ইতালির অধিনায়ক লিওনার্দো বোনুচ্চি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে দশজনের দলে পরিণত হয় ইতালি।

১০ জনের দলের বিপক্ষে প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও ওয়ারজাবালের ক্রস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস।

বিরতির পর ম্যাচের ৭ মিনিট বাকি থাকতে একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইউরো চ্যাম্পিয়নরা। গোলটি করেছিলেন লরেঞ্জো পেলেগ্রিনি। কিন্তু বাকি সময়ে আর কোনো গোল করতে পারেনি তারা। তাতে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফাইনালে নাম লেখায় স্পেন।

রবিবারের ফাইনালে বেলজিয়াম অথবা ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর