thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

২০১৪ মার্চ ২৪ ১৪:২৩:১৩
চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের অলঙ্কার মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

ফ্যাশন নামে একটি পোশাক কারখানার প্রায় সাড়ে ৩শ’ শ্রমিকের বেতন দুই দফা পিছিয়ে সোমবার দেওয়ার কথা বলেছিলেন কারখানার মালিক মিলন কান্তি বড়ুয়া। কিন্তু সোমবার সকালে শ্রমিকরা কারখানার গেটে তালা দেখতে পেয়ে কারখানার ভেতর প্রবেশ করতে না পেরে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শিল্প পুলিশের গোয়েন্দা শাখার উপ-সহকারী পরিচালক আরিফুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৮টায় শ্রমিকরা কারখানায় তালা দেখতে পেয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে উত্তেজিত শ্রমিকরা কারখানা ভাংচুরের চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দেয়। এ অবস্থায় তারা কারখানার সামনে গিয়ে অবস্থান নেন। এখন আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

পাহাড়তলী থানার এসআই আলমগীর বলেন, ‘শ্রমিকরা তাদের বেতন না পাওয়ার কারণেই কারখানার সামনে বিক্ষোভ করেছেন।’

(দ্য রিপোর্ট/কেএইচ/এমসি/শাহ/মার্চ ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর