thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের চোরাই কাপড়সহ ট্রাক জব্দ করেছে কোস্ট গার্ড

২০২১ অক্টোবর ০৮ ১০:৫৯:৩০
সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের চোরাই কাপড়সহ ট্রাক জব্দ করেছে কোস্ট গার্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন কুচিয়ামোড়ার ধলেশ্বরী ব্রিজের টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে আসা প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশী কাপড় (শাড়ি, থ্রি-পিস ও লেহেঙ্গা) সহ পরিবহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৪১ লক্ষ ২৩ হাজার টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে জব্দকৃত চোরাই কাপড় ও ট্রাক সিদ্দিক বাজার কাস্টমস গুদামের সহকারী রেভিনিউ কর্মকর্তা জনাব মোঃ আরিফ উদ্দিন এর নিকট হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
তিনি আরও বলেন, অবৈধ পথে চোরাচালান বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যহত থাকবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর