thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে পররাষ্ট্র সচিব

২০২১ অক্টোবর ০৮ ১৫:২২:০৮
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে পররাষ্ট্র সচিব

দ্য রিপোর্ট প্রতিবেদক: রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি দেখতে কক্সবাজারে পৌঁছেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে ৪ জনের প্রতিনিধি দল। এ সময় তাদের স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের কর্মকর্তারা।

আজ (শুক্রবার, ৮ অক্টোবর) দুপুরে বিমানে কক্সবাজারে পৌঁছান তারা।

প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে আলাপ, রোহিঙ্গা সংশ্লিষ্ট নানা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, অনুষ্ঠিতব্য জাতীয় ট্রাস্কফোর্স শরণার্থী বৈঠক, সম্প্রতি ক্যাম্পে সংঘটিত ঘটনার পর পরিস্থিতি দেখতে এ পরিদর্শন।

প্রতিনিধি দলের সঙ্গে আছেন- পশ্চিম ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের মহাসচিব ফাইয়াজ মুর্শিত কাজী, পররাষ্ট্র সচিব দপ্তরের মহা-পরিচালক মোহাম্মদ আলীমুজ্জামান, সহকারি সচিব মো. শোয়াইব-উল-ইসলাম তরফদার।

প্রতিনিধি দলটি শনিবার (৯ অক্টোবর) বিকেল ৪ টায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছাড়ার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর