thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

তুরাগে ট্রলারডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৪

২০২১ অক্টোবর ০৯ ১৬:৩০:০০
তুরাগে ট্রলারডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৪

দ্য ‍রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর আমিন বাজার এলাকার তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার (৯ অক্টোবর) দুপুর ৩টার দিকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই শিশুর বয়স ৭ বছর। তার বাবার নাম হোসেন। ট্রলারডুবি ঘটনায় এ পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত শিশুর বাবা হোসেন বলেন, সকালে তিন মেয়ে আর স্ত্রীকে নিয়ে আমিনবাজার থেকে গাবতলী যাচ্ছিলাম। হঠাৎ বালুবাহী একটি বাল্কহেড আমাদের ট্রলারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে ১২-১৪ জনের মত যাত্রী ছিল।

তিনি আরও বলেন, ১৩ মাসের মেয়েসহ আমি ও আমার স্ত্রী সাতার কেটে উপরে উঠলেও দুই মেয়ে নিখোঁজ হয়। এখন এক জনের লাশ পেলাম। ৯ বছর বয়সী আর এক মেয়েরে সন্ধান এখনো পাইনি।

এর আগে শনিবার (৯ অক্টোবর) ভোর ৫ টা ৩০ মিনিটের দিকে আমিনবাজার থেকে রাজধানীর গাবতলীতে যাওয়ার পথে বালুবাহী বাল্কহেডের ধাক্কা লেগে শ্রমিকবাহী ট্রলারটি ডুবে যায়।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর