thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

অবশেষে পাকিস্তানের বিশ্বকাপ দলে ডাক পেলেন শোয়েব মালিক

২০২১ অক্টোবর ০৯ ১৮:২৬:৩৭
অবশেষে পাকিস্তানের বিশ্বকাপ দলে ডাক পেলেন শোয়েব মালিক

দ্য ‍রিপোর্ট ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের ঘোষিত দল দেখে অবাক হয়েছিলেন অনেকে। এমনকি অনেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেছেন। কারণ স্কোয়াডে ছিলেন না দেশটির অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।

অবশেষে অনেক নাটকীয়তার পরে শোয়েব মালিককে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে। মূলত ইনজুরির কারণে শোয়েব মাকসুদ বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন মালিক।

এর আগে গতকাল শুক্রবার (৮ অক্টোবর) পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে তিনটি পরিবর্তন আনা হয়েছে। আজম খান, খুশদিল শাহ ও মোহাম্মদ হাসনাইনের জায়গায় ডাক পেয়েছেন ফখর জামান, সরফরাজ আহমেদ ও হায়দার আলি।

এবার স্কোয়াডে আসল আরও একটি পরিবর্তন। বিশ্বকাপ দলে জায়গা পেলেন মালিক। মাকসুদের ইনজুরির কারণে কপাল খুলেছে তার।

পাকিস্তান বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী, হায়দার আলী, সরফরাজ আহমেদ ও শাহীন শাহ আফ্রিদি।

রিজার্ভ খেলোয়াড়: খুশদিল শাহ, শাওনেওয়াজ দহনি, উসমান কাদির।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর