thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যেকোনো থ্রেট মোকাবিলায় নিরাপত্তা বাহিনী সজাগ: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২১ অক্টোবর ১১ ০৮:৩৩:৫৪
যেকোনো থ্রেট মোকাবিলায় নিরাপত্তা বাহিনী সজাগ: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য ‍রিপোর্ট প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোথায় কী থ্রেট রয়েছে, সেটা সম্পর্কে কোনো মন্তব্য করবো না। তবে যেকোনো থ্রেট মোকাবিলায় আমাদের নিরাপত্তা বাহিনীসহ গোয়েন্দা বাহিনী সব সময় সজাগ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পার্শ্ববর্তী দেশে কী হয়েছে, সেটা আমাদের দেখার বিষয় নয়।

রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে শারদীয় দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, শুধু ধর্মীয় উৎসব নয়, যেকোনো উৎসব নিরাপদ করার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর। আমাদের চোখ-কান খোলা রয়েছে। আমরা মনে করি, আমরা সজাগ রয়েছি। কাউকে কোনো ধরনের দুষ্কর্ম করতে দেবো না। পার্শ্ববর্তী দেশে কী হয়েছে, সেটা আমাদের দেখার বিষয় নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পৃথিবীর সব দেশের শান্তি অব্যাহত থাকুক। কোনো জায়গায় যেন জঙ্গিদের উত্থান না হয়। কোনো জায়গায় যেন সন্ত্রাসের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়।

তিনি আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আমাদের দেশে এবারও প্রায় ৫০০ প্রতিমা তৈরি হয়েছে। সংখ্যার দিক থেকে যা গত বছরের চেয়ে বেশি। আমরা আশা করি, সবগুলো সুন্দরভাবে শেষ হবে। যারা যাওয়ার যাবেন। লক্ষ্য করেছেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান এখানে ধর্মের কোনো বাধা নেই। আগামীতে সবাই একটি কথাই বলবেন, ধর্ম যার যার উৎসব সবার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে অনেক ধরনের জঙ্গির উত্থান হয়েছিল। সন্ত্রাসের উত্থান হয়েছিল। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা সেগুলো কন্ট্রোলে আনতে পেরেছি।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর