thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বগুড়ায় পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

২০২১ অক্টোবর ১১ ১৫:৫৭:১৪
বগুড়ায় পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দ্য ‍রিপোর্ট প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে একটি শারদীয় দুর্গাপূজা মণ্ডপের বিদ্যুতের তারে জড়িয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চোরকোটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুদু মাহতো (৪২), ক্ষিতিশ মহাতো (৪৫) ও পলাশ (৪০)। নিহতরা সবাই চোরকোটা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চোরকোটা গ্রামের পূজাম-প সাজসজ্জা ও লাইটিংয়ের জন্য পার্শ্ববর্তী বাড়ি থেকে বিদ্যুতের তার টানা হয়। পরে আজ সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির ওপর দিয়ে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে যান ক্ষিতিশ মহাতো, বুদু মাহতো, পলাশ ও বুজন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বুদু মাহতো ও পলাশ। পরে গুরুতর আহত অবস্থায় ক্ষিতিশ মাহাতোকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন বুজন মাহাতো।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর