thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

দুই ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৮২ লাখ মানুষ

২০২১ অক্টোবর ১২ ০৯:৩১:২৯
দুই ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৮২ লাখ মানুষ

দ্য ‍রিপোর্ট প্রতিবেদক: দেশে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ১৯ হাজার ৩৪৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৭২২ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৬০৮ ডোজ টিকা।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ২৯০ জনকে এবং দ্বিতীয় ডোজ ১ হাজার ৯৯২ জনকে।

এর পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৪ হাজার ৭০১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৭ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৮১ হাজার ৪৮৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৫৮ হাজার ৪৫৬ জন।

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৭২৮ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৯০৬ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ৫৭ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর