thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

সেপ্টেম্বরে গড় মূল্যস্ফীতি বেড়ে ৫.৫৯ শতাংশ

২০২১ অক্টোবর ২২ ১৮:৩৮:৪৩
সেপ্টেম্বরে গড় মূল্যস্ফীতি বেড়ে ৫.৫৯ শতাংশ

দ্য ‍রিপোর্ট প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের নিত্যপণ্যের বাজারেও। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশের চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ক্রেতাদের অভিযোগ বাজারে নিত্যপণ্যের দাম তাদের ক্রয়ক্ষমতার বাইরে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্রে জানা গেছে, সবশেষ সেপ্টেম্বর মাসে গড় মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৫ দশমিক ৫৯ শতাংশ দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ।

মূল্যস্ফীতি গড়ে ৫ দশমিক ৫৯ শতাংশ হওয়ার অর্থ হচ্ছে গত বছরের সেপ্টেম্বরে যে পণ্যটি ১০০ টাকায় ক্রয় করা যেত, সে পণ্য ক্রয় করতে এ বছরের সেপ্টেম্বরে ক্রেতাদের ব্যয় করতে হচ্ছে ১০৫ টাকা ৫৯ পয়সা।

বিবিএস বৃহস্পতিবার (২১ অক্টোবর) ওয়েবসাইটে মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, শহর ও গ্রাম উভয় জায়গাতেই খাদ্য ও খাদ্যবহির্ভূত সকল প্রকার নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধি পেয়ে ৫ দশমিক ২১ শতাংশ হয়েছে, আগের মাসে যেটি ছিল ৫ দশমিক ১৬ শতাংশ। এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে হয়েছে ৬ দশমিক ১৯ শতাংশ, আগের মাসে যেটি ছিল ৬ দশমিক ১৩ শতাংশ।

বিবিএসের তথ্য সূত্র মতে, মানুষের নিত্যপণ্যের চেয়ে খাদ্যবহির্ভূত পণ্যের পেছনে বেশি টাকা ব্যয় হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, আসবাব ও বিনোদনের পেছনেও ব্যয় বৃদ্ধি পেয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর