thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

উমরাহ পালনের নিয়ম শিথিল করল সৌদি আরব

২০২১ অক্টোবর ২৫ ২০:৩৬:১৬
উমরাহ পালনের নিয়ম শিথিল করল সৌদি আরব

দ্য ‍রিপোর্ট ডেস্ক: উমরাহ করতে আর সৌদি আরবে ১৪ দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে না বলে জানিয়েছেন সৌদি আরবের হজ্ব ও উমরাহ মন্ত্রণালয়। খবর আরব নিউজের।

মন্ত্রণালয়ের চিফ অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্রাটেজি অফিসার ড. আমর আল-মাদ্দাহ আরব নিউজকে বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করায় আমরা মক্কার গ্রান্ড মসজিদে উমরাহ এবং নামাজের ধারণক্ষমতা আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে পেরেছি।

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে আর করোনা বিধিনিষেধ মানার থাকলেও এখানে এসে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করার প্রয়োজন নেই।

গত ১৬ অক্টোবর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যেই মক্কার গ্রান্ড মসজিদ এবং মদীনার মসজিদ-এ-নববী পূর্ণ ধারণক্ষমতায় মুসলিমদের জন্য খুলে দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৫ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর