thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

দৌলতিয়ায় বাস-ট্রাকের দীর্ঘ সারি

২০২১ অক্টোবর ২৮ ১২:২১:২৯
দৌলতিয়ায় বাস-ট্রাকের দীর্ঘ সারি

দ্য রিপোর্ট প্রতিবেদক: মানিকগঞ্জের পাটুরিয়ায় আমানত শাহ ফেরি দুর্ঘটনার কবলে পড়ার দ্বিতীয় দিনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতিয়া প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

বৃহস্পতিবার (২৮ নঅক্টোবর) সকাল ১০টায় সরোজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো কিলোমিটার থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে।

এছাড়া, প্রায় আড়াই কিলোমিটার অংশ জুড়ে যাত্রীবাহী বাসের যানজট রয়েছে। এদিকে, ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের চাপ কমানোর জন্য দৌলতদিয়া থেকে সাড়ে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় সাড়ে ৪ কিলোমিটার অংশ জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘসারি লক্ষ্য করা গেছে।

পূর্বাশা পরিবহনের যাত্রী স্নেহা বলেন, প্রায় ৬ ঘণ্টা ঘাট এলাকায় এসে বসে আছি কিন্তু কখন ফেরিতে উঠতে পারব জানি না। এদিকে শুনলাম ওপাশে নাকি একটি ফেরি উল্টে গেছে। এখন কখন পরিস্থিতি স্বাভাবিক হবে কিছুই জানি না।

কাভার্ড ভ্যানচালক রফিকের বলেন, এই ঘাট এলাকায় সবসময়ই আমাদের দুর্ভোগ বেশি থাকে। গত রাত ৪টার সময় ঘাট এলাকায় এসে এখনো ফেরিতে উঠতে পারি নাই। কখন পারবো তাও জানি না।

অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান, পাটুরিয়া ফেরি ঘাটের ৫ নম্বর ঘাট কখন সচল হবে তা ঠিকভাবে বলা যাচ্ছে না। এ কারণে এই পাশে যানবাহনের জট আছে। ঘাট সচল হলে সবকিছু আবার স্বাভাবিক হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৮ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর