thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সেন্টমার্টিনে অভিযানে ৪৯,২০০ পিস ইয়াবা  জব্দ করেছে কোস্ট গার্ড

২০২১ অক্টোবর ২৮ ১৮:০০:২০
সেন্টমার্টিনে অভিযানে ৪৯,২০০ পিস ইয়াবা  জব্দ করেছে কোস্ট গার্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর ২০২১ বিসিজি স্টেশন সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ এম তারেক আহমেদ এর নেতৃত্বে সেন্টমার্টিনের দক্ষিণ পাড়া ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযান চলাকালীন আনুমানিক রাত ১২১০ ঘটিকায় সেন্টমার্টিনের দক্ষিণ পাড়াঘাট সংলগ্ন এলাকায় বস্তা কাঁধে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখা যায়। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ তাকে থামার সংকেত দিলে সে সাদা রং এর একটি বস্তা ঝোঁপের ভিতর ফেলে দিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ৪৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৮ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর