thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনা: তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

২০২১ অক্টোবর ২৯ ১০:০৩:৫৫
পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনা: তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের ৫ নম্বর ঘাট এলাকায় রো রো ফেরি আমানত শাহর উদ্ধার অভিযান তৃতীয় দিনের মতো শুরু হয়েছে।

আজ (শুক্রবার, ২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে এ উদ্ধার অভিযান শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে পাঁচ যানবাহন উদ্ধার করা হয়েছে। গত বুধবার এক মোটরসাইকেল ও চার ট্রাক উদ্ধার করা হয়। ১৪ যানবাহনের মধ্যে সর্বমোট ৯ ট্রাক ও এক মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আজ বাকি ৫ যানবাহন উদ্ধারে সকাল ৮টায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে দুইশ’ ষাট টন উদ্ধার সক্ষমতার উদ্ধারকানী জাহাজ প্রত্যয় এখনো ঘাট এলাকায় পৌঁছায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৯ অক্টোবর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর