thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ১৫

২০১৪ মার্চ ২৪ ১৮:৫৩:২৪
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ১৫

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে নিউমার্কেটে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারী হলেন পারুল আক্তার (২৪)। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন শ্রমিক আবদুল মোতালেব দ্য রিপোর্টকে জানান, নিউমার্কেটের সম্প্রসারণ কাজের অংশ হিসেবে ১৮ শ্রমিক নালায় কাজ করছিলেন। এর মধ্যে ১৫ জন একদিকে এবং তিনজন আরেকদিকে কাজ করছিলেন। আকস্মিকভাবে খুঁটি থেকে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে ১৫ শ্রমিকের উপর পড়ে। এতে কমবেশি সব শ্রমিক আহত হন।

নগর পুলিশের উপকমিশনার বাবুল আক্তার পারুলের মৃত্যুর বিষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/এনআই/মার্চ ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর