thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

গাজীপুরে বাস উল্টে শিক্ষার্থীসহ নিহত ২

২০২১ নভেম্বর ০১ ১৪:১১:২৭
গাজীপুরে বাস উল্টে শিক্ষার্থীসহ নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস উল্টে এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ বাসযাত্রী।

আজ সোমবার সকাল ১০টার দিকে মেম্বারবাড়ী এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষার্থীর নাম কনা। অন্যজনের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহন বাসটি বেপরোয়া চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের মেম্বারবাড়ি এলাকায় বাসটি পৌঁছালে সামনের দিকের অপর একটি বাসকে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী কনা ও অজ্ঞাত একজন নিহত হয়। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা যাওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর পরই বাসচালক পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর