thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

বুড়িগঙ্গায় নৌকাডুবি: মা-মেয়ের মৃত্যু, নিখোঁজ ২

২০২১ নভেম্বর ০১ ১৭:৪৩:৩৮
বুড়িগঙ্গায় নৌকাডুবি: মা-মেয়ের মৃত্যু, নিখোঁজ ২

দ্য রিপোর্ট প্রতিবেদক: কামরাঙ্গীরচর হুজুরপাড়া ফ্যান ফ্যাক্টরি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় রেখা বেগম (২৯) ও তার মেয়ে সানজিদার (৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এখনও নিখোঁজ আছেন মা শীতল (২৭) ও তার ছেলে শফিকুল (৭)।

সোমবার (১ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বুড়িগঙ্গায় ১১ যাত্রী নিয়ে ডুবে যায় ডিঙ্গি নৌকাটি। সাতজন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ থাকে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা পানির নিচ থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

শীতল (২৭) ও তার ছেলে শফিকুলের (৭) সন্ধানে ডুবুরিরা কাজ করছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০১ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর