thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

অক্টোবরে রেকর্ড ৪৭২ কোটি ডলার রপ্তানি আয়

২০২১ নভেম্বর ০৩ ০৮:০৬:১২
অক্টোবরে রেকর্ড ৪৭২ কোটি ডলার রপ্তানি আয়

দ্য রিপোর্ট প্রতিবেদক: সেপ্টেম্বরে রপ্তানি আয়ে রেকর্ড হয়েছিলো। সেই মাসে সর্বোচ্চ ৪১৭ কোটি ডলার অর্থাৎ ৩৫ হাজার ৪৪৫ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিলো।

মঙ্গলবার (২ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে সদ্য সমাপ্ত অক্টোবর ছাড়িয়েছে সেপ্টেম্বরকেও। গত মাসে ৪৭২ কোটি ৭৫ লাখ ৩০ হাজার (৪ দশমিক ৭৩ বিলিয়ন) ডলারের পণ্য রপ্তানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

এ আয় লক্ষ্যমাত্রার চেয়েও ৩৬ দশমিক ৪৭ শতাংশ বেশি। গত বছরের একই সময়ের চেয়ে ৬০ দশমিক ৩৭ শতাংশ বেশি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর