thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

গ্যাস লিকেজ থেকে আগুন, সেই বাড়ির মালিকসহ আটক ২

২০২১ নভেম্বর ০৩ ১৪:১৬:৩০
গ্যাস লিকেজ থেকে আগুন, সেই বাড়ির মালিকসহ আটক ২

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামের উত্তর কাট্টলি এলাকার মরিয়ম ভিলায় গ্যাস লিকেজ থেকে আগুন ধরে একই পরিবারের পাঁচ জন দগ্ধ ও এক জনের মৃত্যুর ঘটনায় ভবন মালিক ও কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ নভেম্বর) রাতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনার পর তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নগরীর আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ জহির।

আটককৃতরা হলেন,মরিয়ম ভবনের মালিক মমতাজ মিয়া এবং বাড়ির কেয়ারটেকার মো. বখতেয়ার।

মরিয়ম ভবনের অগ্নিদগ্ধ ভাড়াটিয়া জামাল শেখের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, ওই ভবনে গত বছরও গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছিলো। এতে ৯ জন দগ্ধ হয়। পরে তিন জনের মৃত্যু হয়। সোমবার রাতে বিস্ফোরণের আগে গ্যাসের গন্ধ পাওয়ায় ভাড়াটিয়া জামাল শেখ বাড়ির মালিক ও কেয়ারটেকারকে বিষয়টি অবহিত করে। কিন্তু বাড়ির মালিক বিষয়টিকে গুরুত্ব দেননি। রাতে মশা মারার ব্যাটের স্পার্ক থেকে বাসায় বিস্ফোরণে জামাল শেখের স্ত্রী সন্তানসহ ৬ জন দগ্ধ হন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর