thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সিলেটে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

২০২১ নভেম্বর ০৩ ১৭:৫৯:১৩
সিলেটে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার বিকেলে ডোনা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে নিহত দুইজনের মরদেহ পাওয়া যায়।

নিহতরা হলেন, সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসকর আলী (২৫) এবং একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আরিফ হোসেন (২২)।

এলাকাবাসী জানায়, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ওই দুই বাংলাদেশি নিহত হন। পরে নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কয়েকজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় বিএসএফ-এর গুলিতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশির মৃত্যু হয়। এছাড়া দুজন পালিয়ে ফিরে এসেছেন বলে জানা গেছে। মরদেহ দুটি এখনও নো ম্যানস ল্যান্ডে রয়েছে। তাদের ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ সমঝোতার চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর