thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

নরসিংদীতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ৩

২০২১ নভেম্বর ০৪ ১০:১৬:২২
নরসিংদীতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক: নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আলোকবালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেছে।

নিহতদের নামপরিচয় জানা যায়নি তাৎক্ষণিকভাবে। তারা কোন প্রার্থীর সমর্থক তাও জানা যায়নি। গুলিতে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর