thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ধর্মঘটে গণপরিবহন বন্ধ, ভিড় বেড়েছে ট্রেনে

২০২১ নভেম্বর ০৭ ০৯:৪৫:১৬
ধর্মঘটে গণপরিবহন বন্ধ, ভিড় বেড়েছে ট্রেনে

দ্য রিপোর্ট প্রতিবেদক: ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে তৃতীয় দিনের মতো সিরাজগঞ্জে ট্রাক, কাভার্ডভ্যানসহ সব প্রকার গণপরিবহন বন্ধ রয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি করায় শুক্রবার (৫ অক্টোবর) থেকে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ট্রাক, কাভার্ডভ্যানসহ সব প্রকার গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জেলার পরিবহন সংগঠনগুলো।

এদিকে গণপরিবহনের অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। একইসঙ্গে পণ্যবাহী ট্রাক বন্ধ থাকায় কাঁচামালের বাজারেও প্রভাব পড়তে শুরু করেছে। জীবন জীবিকার প্রয়োজনে গন্তব্যে পৌঁছানোর জন্য মানুষ ট্রেনের ওপর নির্ভর করলেও অতিরিক্ত ভিড়ের কারণে অনেকই টিকিট কেটেও ট্রেনে উঠতে পারছে না মানুষ।

ট্রেন যাত্রীরা জানান, ঢাকায় জরুরি কাজ থাকায় স্টেশনে এলেও অতিরিক্ত যাত্রীর চাপের কারণে ট্রেনে উঠায় দায়। এমন যাত্রীর সংখ্যাই প্রচুর।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর