thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

২০২১ নভেম্বর ০৭ ১২:৩৫:৫৭
শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল ব্যাটালিয়নের কমান্ডার বসু দত্ত চাকমা জানান, রবিবার ভোর রাতে শ্রীমঙ্গল মাইজদী পাহাড়ি এলাকায় টহলকালে তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবের পক্ষ থেকেও পাল্টা গুলি ছোড়া হয়। এ সময় কোম্পানির তিন সদস্য আহত হন। গোলাগুলি থেমে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে র‌্যাব। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা পরিচয় নিশ্চিত হতে কাজ করছি। তবে কেউ কেউ বলছেন, এরা ব্যবসায়ী নাজমুল হত্যা মামলার আসামি। আমরা পরিচয় যাচাই-বাচাই করে নিশ্চিত হব। পরে বিস্তারিত জানানো হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর