thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

সিংগাইরে কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে আটক ১৭

২০২১ নভেম্বর ১১ ১২:১৩:৩০
সিংগাইরে কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে আটক ১৭

দ্য রিপোর্ট প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিঠুর পক্ষে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করায় ১৭ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের জামসা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিজানুর রহমান মিঠুর পক্ষে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। তারা পাশ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা।

জেলা নির্বাচন অফিস জানায়, সিংগাইর উপজেলার ১০টি চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০২ জন ও পুরুষ সদস্য পদে ২৯৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী দেওয়ান জিন্নাহ লাঠু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

সিংগাইর উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৩২৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৩৮৪ জন ও নারী ভোটার ১ লাখ ৯ হাজার ৯৪০ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর