thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

মাগুরায় বগিয়া ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত

২০২১ নভেম্বর ১১ ১২:১৫:০২
মাগুরায় বগিয়া ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক: সীমানা সংক্রান্ত জটিলতার কারণে মাগুরা সদরের ৪ নং বগিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম বলেন, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে আদালতে একটি মামলা থাকায় নির্বাচন কমিশন থেকে বুধবার রাতে বগিয়া ইউনিয়নের নির্বাচন স্থগিতের আদেশ দেওয়া হয়। তবে কে মামলাটি করেছেন সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

এদিকে বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। তবে সকাল পৌনে ১০টা পর্যন্ত কোনো ভোটকেন্দ্রেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

সকাল সাড়ে ৯টার দিকে সদরের আঠারো খাঁদা ইউনিয়নের মালন্দ কেন্দ্রে গিয়ে দেখা যায়, হুইলচেয়ারে করে শামসুল ইসলাম নামে ৫৫ বছর বয়সী একজন ভোটার ভোট দিতে এসেছেন। জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। তাই বাড়ির লোকজনের সহযোগিতায় হুইলচেয়ারে করেই ভোট দিতে এসেছি।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর