thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, ১৫ জনকে গ্রেপ্তারে অভিযান

২০২১ নভেম্বর ১২ ২০:৫২:২৯
ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, ১৫ জনকে গ্রেপ্তারে অভিযান

দ্য রিপোর্ট প্রতিবেদক: পাঁচ সরকারি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অপরাধে গ্রেপ্তার হওয়া তিন ব্যাংক কর্মকর্তাকে রিমান্ডে নেওয়ার পর আরও ১৫ জনের জড়িত থাকার তথ্য পেয়েছে গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রিমান্ডে থাকা তিন ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদে শুক্রবার (১২ নভেম্বর) এ তথ্য পেয়েছে বলে জানায় গোয়েন্দা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের অধীন রাষ্ট্রায়ত্ত পাঁচটি সরকারি ব্যাংকের ‘অফিসার ক্যাশ’ পদে নিয়োগ পরীক্ষা প্রশ্ন ফাঁস করা হয়।

ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় আট জনকে গ্রেপ্তার করা হয়। পরে বাড্ডা থানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হয়। পরে তিন ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তাদের এখন ডিবি পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। বাকি দুজনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহাদত হোসেন বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে নিয়োগ পরীক্ষায় আরও ১৫ জন এমসি কিউ প্রশ্ন ও উত্তর মুখস্ত করেছিলেন বলে তথ্য দিয়েছেন আসামিরা। ওই ১৫ জনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর