thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি: শীতের আমেজ রাজধানীতে

২০২১ নভেম্বর ১৩ ১৮:২৩:০৫
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি: শীতের আমেজ রাজধানীতে

দ্য রিপোর্ট প্রতিবেদক: সকালে আকাশের মন খারাপ, ছিল ভারী মেঘ। বেলা ১১টা থেকেই ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সাথে বইছে মৃদু শীতল বাতাস, যা শীতের আমেজ নিয়ে এসেছে রাজধানীতে। আকাশের মন খারাপের দিনে রোদ ওঠেনি একবারও।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে এভাবে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি আরও দুই-একদিন থাকতে পারে।

এদিকে নভেম্বরের শুরুতে সপ্তাহ খানেক ধরে হিমহিম আবহাওয়া বিরাজ করলেও দুয়েকদিন ধরে তুলনামূলক গরম ভাব ছিল। শুক্রবার থেকেই ঢাকার আকাশ হালকা মেঘলা ছিল। আর আজ বৃষ্টির কারণে অফিসমুখী মানুষকে বিপত্তিতে পড়তে হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছিল, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টি প্রবণতা কমে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর