thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যুবলীগ নেতা ইসমাইল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

২০২১ নভেম্বর ১৪ ১৫:১৮:২০
যুবলীগ নেতা ইসমাইল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আরও ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রবিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় ৩৩ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ে পাঁচজনকে যাবজ্জীবন, একজনকে ১০ বছরের কারাদণ্ড, চারজনকে ছয় মাসের কারাদণ্ড ও ১৫ জনকে এক মাসের কারাদণ্ড দেন আদালত।

বিয়ষটি নিশ্চিত করে আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, এজাহারভুক্ত আসামি ছিল ২২ জন। পরে তদন্ত শেষে আসামি হয় ৩৫ জন। এ মামলায় ৩২ জন সাক্ষী ছিলেন। এর মধ্যে ২২ সাক্ষী সাক্ষ্য দেন।

এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ইসমাইল দেওপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেদিন বিএনপি-জামায়াতের কর্মীরা পালপুর ভোটকেন্দ্র দখলে নিতে গেলে বাধা দিতে যান ইসমাইল।

এ সময় প্রতিপক্ষরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বিজলী বেগম গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর