thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জৈব সুরক্ষা বলয় উপেক্ষা করে মাঠে মুস্তাফিজের কাছে দর্শক

২০২১ নভেম্বর ২০ ১৭:৫৪:৫৯
জৈব সুরক্ষা বলয় উপেক্ষা করে মাঠে মুস্তাফিজের কাছে দর্শক

দ্য রিপোর্ট প্রতিবেদক: মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম কিংবা সিলেটের আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারী টপকে ভক্তের মাঠে প্রবেশের দৃশ্য পুরনো হয়ে গেছে। তবে সেটি আবার মনে করিয়ে দিল বাংলাদেশ-পাকিস্তানের চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচ।।

বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ম্যাচের পাকিস্তানের ব্যাটিং চলাকালীন ১৩তম ওভারের শেষ বলটা হবার পরই সবার চোখ নর্দার্ন গ্যালারীর দিকে। গ্যালারী টপকে এক সমর্থকের ভোঁদৌড়। বেশ কয়েকজন মাঠ কর্মীকে পেছনে ফেলে বাউন্ডারি লাইন টপকে মাঠে প্রবেশ করে মোস্তাফিজুর রহমানের দিকে এগিয়ে গিয়ে বসে পড়েন। কুর্ণিশ করতে থাকেন মোস্তাফিজকে।

এরপর নিরাপত্তাকর্মীরা তাকে নিয়ে যেতে লাগলে গ্যালারি ভরা দর্শককে হাত নাড়তে থাকেন ওই সমর্থক।

জৈব সুরক্ষা বলয়ের কঠিন দেয়াল টপকে ওই সমর্থকের মাঠে প্রবেশে প্রশ্ন উঠেছে খেলোয়াড়দের স্বাস্থ্য স্যুরক্ষা নিয়েও। এরপর মোস্তাফিজুর রহমান এক বল করে ছাড়েন মাঠ।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর