thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

চাঁদপুরে ট্রাক-অটেরিকশার সংঘর্ষে নিহত ২

২০২১ নভেম্বর ২১ ১১:০৮:৪০
চাঁদপুরে ট্রাক-অটেরিকশার সংঘর্ষে নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক: চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর প্রাণ গেছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেক যাত্রী।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাজুরিয়া এলাকায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার অটোরিকশা চালক সোহেল এবং একই উপজেলার মৈশামুড়া গ্রামের গোকুল সরকার। আহত যাত্রী রিপনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লাগামী একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা শাহরাস্তিগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, ঘটনার পর পরই ট্রাক চালক পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিলে ঘণ্টাখানেক পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর