thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

চট্টগ্রাম স্টেডিয়ামের পাশে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

২০২১ নভেম্বর ২৬ ১১:৪৬:৪৩
চট্টগ্রাম স্টেডিয়ামের পাশে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি কেমিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

আজ (শুক্রবার ২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে তাৎক্ষণিভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ছাড়া কারখানার ভেতরে কোনো মানুষ আটকে আছে কি তাও নিশ্চিত করতে পারেনি দমকল বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশের সকাল সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড নামে একটি রাসায়নিক কেমিক্যাল কারখানায় আগুনের সূত্রপাত হয়। এর কয়েক মিনিট পর সেখানে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে স্টেডিয়ামের নিরাপত্তায় রাখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।

আগুন তীব্রতা বেশি থাকায় পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের আরো ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

জানা গেছে, রাসায়নিকের এই কারখানাতে বিপুল পরিমাণ দাহ্যপদার্থ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর