thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

অবশেষে সেঞ্চুরিয়ান আবিদ ফিরলেন

২০২১ নভেম্বর ২৮ ১৪:০৫:৫৯
অবশেষে সেঞ্চুরিয়ান আবিদ ফিরলেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: আবিদ আলি যেন ‘কই মাছের প্রাণ’ নিয়েই নেমেছিলেন। সেঞ্চুরি করেছিলেন, এর পর মধ্যাহ্ন বিরতির আগে-পরে দুবার বাংলাদেশকে সুযোগ দিয়েও বেঁচে ফেরেন। সেই আবিদ ফিরলেন অবশেষে। তাকে ফেরালেন তাইজুল।

তাকে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি আনলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দ্বিতীয় সেশনে প্রথমবারের মতো আক্রমণে এসে চতুর্থ বলেই আবিদকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন তাইজুল। ফলে ৬ উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান। বাংলাদেশের সামনে এখন লিড নেওয়ার আশা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ২১৭ রান। বাংলাদেশের করা ৩৩০ রানের চেয়ে এখনো ১১৩ রানে পিছিয়ে রয়েছে তারা। আউট হওয়ার আগে ২৮২ বলের ম্যারাথন ইনিংসে ১৩৩ রান করেছেন আবিদ আলি। এখন উইকেটে রয়েছেন ফাহিম আশরাফ ও হাসান আলি।

তাইজুলের ওভারের দ্বিতীয় বলে সামনে এগিয়ে খেলতে গিয়েছিলেন আবিদ। কিন্তু ব্যাটের ভেতরের কানায় লেগে বল যাচ্ছিল স্কয়ার লেগের দিকে। দারুণ ক্ষিপ্রতায় সেটি নিজের আয়ত্বে নিয়েছিলেন শর্ট লেগে দাঁড়ানো ইয়াসির আলি রাব্বি। কিন্তু শেষ পর্যন্ত হাতে রাখতে পারেননি।

তবে এক বল পর ভেতরে ঢোকা ডেলিভারিতে পরাস্ত হন পাকিস্তানের সেঞ্চুরিয়ান। তাইজুলের জোরালো আবেদনে আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি আবিদ। সাজঘরে ফিরতে হয়েছে ১৩৩ রান করে। এর আগে ১১৩ রানের মাথায় প্রথম স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর