thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

নয়াপল্টনে বিএনপির সমাবেশ

২০২১ নভেম্বর ৩০ ১৫:২৭:০৬
নয়াপল্টনে বিএনপির সমাবেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১টার পর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।

এদিন সকাল থেকেই দলটির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে আসতে শুরু করেন। দলীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে। সমাবেশের চার পাশে সতর্ক অবস্থানে আছে পুলিশ।

সমাবেশের সভাপতিত্বে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার পাশাপাশি দেশের অন্য বিভাগগুলোতেও নেতাকর্মীরা সমাবেশ করছেন।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ৮ দিনের কর্মসূচি দিয়েছিলো বিএনপি। তারই অংশ হিসেবে আজ সব বিভাগীয় সদরে সমাবেশ করছে দলটি।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ নভেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর