thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

মন চাইছে আত্মহত্যা করি: টেলিযোগাযোগমন্ত্রী

২০২১ ডিসেম্বর ০২ ১৫:৫৬:২৪
মন চাইছে আত্মহত্যা করি: টেলিযোগাযোগমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুক আত্মহত্যার একটি স্ট্যাটাস দিয়েছেন। চেকে বাংলায় ডিসেম্বর লেখায় কাউন্টার থেকে চেকটি ফেরত দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি আত্মহত্যার পোস্ট দেন। তবে ব্যাংকটির নাম উল্লেখ করেননি মন্ত্রী।

বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘মন চাইছে আত্মহত্যা করি। একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি?’

বিষয়টি নিয়ে মন্ত্রী বলেন, ‘কোনো প্রতিষ্ঠানকে খাটো করতে এই স্ট্যাটাস দিইনি। ভাষার মর্যাদা রক্ষায় এটি করেছি। কারণ, বাংলাদেশই একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র। ভাষার জন্যই এই রাষ্ট্রের জন্ম। আগে প্রযুক্তিগত দিক থেকে বাংলা কিছুটা পিছিয়ে থাকলেও এখন সেই অবস্থা নেই।’

জানা গেছে, মন্ত্রী মোস্তাফা জব্বার একজনকে একটি ‘বেয়ারার চেক’ দিয়ে ব্যাংকে পাঠান। ওই বাহক চেকটি ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখায় জমা দেন। চেকে ‘০২ ডিসেম্বর, ২০২১’ বানানটি বাংলায় লেখা থাকায় চেকটি কাউন্টার থেকে ফেরত দেওয়া হয়। বিষয়টি ওই ব্যক্তি মন্ত্রীকে জানান। পরে মন্ত্রী ব্যাংকের ওই শাখার কর্মকর্তার সঙ্গে কথা বলেন। তারপর চেকটি অনার করে ব্যাংকটি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০২ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর