thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ঘুরতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল ৩ বন্ধুর

২০২১ ডিসেম্বর ০৩ ১৫:২৪:৫৪
ঘুরতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল ৩ বন্ধুর

দ্য রিপোর্ট প্রতিবেদক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বলাখাল এলাকায় বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১টায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ধেররা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাস্বর গ্রামের সোহাগ (৩৫), সুজন (৩০) ও মনির হোসেন (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি মোটরসাইকেলে ছয় জন বন্ধু কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুর ঘুরতে যাচ্ছিলেন। পথে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা নামক এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে কুমিল্লাগামী একটি বোগদাদ বাসের চাপায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান।

হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৩ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর