thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

অসীম ক্ষমতা শেখ হাসিনার নাই : পরিকল্পনামন্ত্রী

২০২১ ডিসেম্বর ০৪ ০৯:৪৭:৩১
অসীম ক্ষমতা শেখ হাসিনার নাই : পরিকল্পনামন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএন‌পি‌কে উদ্দেশ ক‌রে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, নির্বাহী ক্ষমতারও সীমা আছে। ‌অসীম ক্ষমতা শেখ হাসিনার নাই। এক‌দি‌কে সাহা‌য্যের হাত পাত‌বেন আবার ভাঙচুরও করবেন- একসঙ্গে দু‌টো জি‌নিস হয় না।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপু‌রে কু‌মিল্লার বু‌ড়িচং‌ উপজেলার ষোলনল ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভাঙচু‌রের নে‌তিবাচক রাজনী‌তি প‌রিহার ক‌রে ইতিবাচক রাজনী‌তি‌তে আস‌তে হ‌বে। নে‌তিবাচক রাজনী‌তির অবসান হওয়া উচিত।

অনুষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন— কু‌মিল্লা-৫ আসনের সংসদ সদস্যী আবুল হা‌শেম খান, কান্ট্রি ডিরেক্টর স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের মেজর জেনারেল জীবন কানাই দাস, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রট মো. সাঈদুর আরিফিন, অতি‌রিক্ত পু‌লিশ সুপার সোহান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৪ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর