thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

মুন্সিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দুই সন্তানের পর মারা গেলেন বাবাও

২০২১ ডিসেম্বর ০৪ ১৩:০৬:৩৬
মুন্সিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দুই সন্তানের পর মারা গেলেন বাবাও

দ্য রিপোর্ট প্রতিবেদক: মুন্সিগঞ্জের চরমুক্তারপুরে আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মো. কাউছার (৩০) মারা গেছেন।

আজ (শনিবার, ৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এর আগে এই বিস্ফোরণের ঘটনায় কাউছারের ছেলে ইয়াছিন (৫) ও মেয়ে নোহরের (৩) মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাউছারের শরীরের ৫৪ শতাংশ দগ্ধ ছিল। তার স্ত্রী শান্তা বেগমের (২৮) শরীরের ৪৮ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। তাকে এইচডিইউ’তে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে চরমুক্তারপুর এলাকার স্থানীয় জয়নাল আবেদিনের চারতলা বাড়ির দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ বাড়ির ভাড়াটিয়া কাওছার (৩৬), তার স্ত্রী শান্তা (২৩) এবং তাদের দুই শিশু ইয়াছিন (৫), নোহর (৩) আহত হয়।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৪ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর