thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের দগ্ধ চার

২০২১ ডিসেম্বর ০৬ ১১:৩১:৩৪
আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের দগ্ধ চার

দ্য রিপোর্ট প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দুই শিশুসহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

আজ (সোমবার, ৬ ডিসেম্বর) ভোরে আড়াইহাজার উপজেলার ধুপতারা ইউনিয়নের কুমার পাড়া গ্রামের একটি বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সোলাইমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), তাদের দুই সন্তান মাহিদ (১৩) ও আরশ (৩)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, দগ্ধ সোলাইমান ওড়না ব্যবসায়ী।

তার চাচাতো ভাই ইউনুস জানান, তাদের একতলা বাসাটিতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে ভোরে বিকট শব্দ হয়, এরপরপরই আগুন লাগে।

তারা ধারণা করছেন, কোনোভাবে গ্যাস জমে এবং সেখান থেকেই আগুন লেগেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৬ ডিসেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর